শাপলা টিভি রিপোর্ট:
ইসলামিক ফোরাম আফ্রিকা’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘাউটেং প্রভিন্স শাখার উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ (১৯ জুলাই) শুক্রবার জোহানেসবার্গের ফোর্ডসবার্গে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভিন্স সভাপতি আবুল কাশেম।
শাখা সেক্রেটারি শরীফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন ফারুক, সেক্রেটারি জেনারেল ইব্রাহিম আহমেদ, মুসলিম সোসাইটির সেক্রেটারি জেনারেল মুফতি খলিলুর রহমান প্রমুখ।