ডেস্ক রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি হিসেবে এই প্রথম একজন নারীকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। তিনি হলেন ডেপুটি চিফ জাস্টিজ মেন্ডিসা মায়া।
তিনি বর্তমান প্রধান বিচারপতি রেমন্ড জোন্ডোর স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ আগস্টের শেষে শেষ হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন মায়া।
গত ফেব্রুয়ারী মাসে প্রেসিডেন্ট রামাফোসা মায়াকে নিয়োগের তার ইচ্ছার কথা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে জানান।
মেন্ডিসা মায়া হলেন দেশের প্রথম মহিলা যিনি এই ভূমিকায় নিযুক্ত হয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট অফ আপিলের প্রেসিডেন্ট সহ তার কর্মজীবনে বিভিন্ন আদালতে কাজ করেছেন।