গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ডারবানের নংকোমা গ্রামে আব্দুর রাজ্জাক দেঅয়ান নামে এক প্রবাসী বাংলাদেশী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লািহ…. রাজিউন।
মরহুমের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাতিয়া রাজা বাড়ি দেওয়ান পাড়া বলে জানা গেছে। উনার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি প্রায় ১৩ বছর ধরে সাউথ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। দেশে উনার এক ছেলে, এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীর স্বজন রেখে গেছেন।