শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের একটি রাস্তায় নিজ গাড়িতে এলোপাতাড়ি গুলি করে ফয়সাল আহমেদ নামে এক বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বজরা এলাকার পূর্ব চান্দপুর গ্রামের আব্দুর রবের একমাত্র ছেলে।
সেখানকার এক বাংলাদেশী জানান, গতকাল সন্ধ্যার পর শহরের বীচ এলাকার একটি রাস্তায় ফয়সাল আহমেদের গাড়ি থামিয়ে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানান, ভিকটিমকে লক্ষ্য করে গাড়ির গ্লাস ভেদ করে ১৪ রাউন্ড গুলি করা হয় কিন্তু তার গাড়ি থেকে মুবাইল কিংবা অর্থকড়ি নেয় নি।
নিহত ফয়সাল জোহানেসবার্গ সহ বিভিন্ন শহরে থাকতেন। তিনি গেমিং মেশিন সরবরাহের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত জটিলতা থেকেই একটি গ্রুপ তাকে হত্যা করে থাকতে পারে।