শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সিলেটের অধিবাসীদের নিয়ে গঠিত সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের অনুমোদন ক্রমে আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রবীন প্রবাসী উপদেষ্টা নজরুল ইসলাম মুন্না। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রভিন্স থেকে প্রবীণ ও তরুণদের সমন্বয়ে এম এস ইসলাম সেরুল-কে আহবায়ক, সাহেদ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং নোমান মাহমুদ-কে সদস্য সচিব করে ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন-
নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে আসন্ন ঈদুল আযহার পর (২৩ জুন) জোহানেসবার্গে সকল কমিউনিটি তথা দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের নিয়ে একটি মিলনমেলা ও শীতকালীন পিঠা উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত রমজান মাসে দক্ষিণ আফ্রিকায় সিলেটের প্রবীণ প্রবাসীদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়।