শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকা এসে পৌঁছেছেন প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নবনিযুক্ত হাইকমিশনার শাহ আহমেদ শাফি।
গতরাতে উনাকে জোহানেসবার্গ বিমানবন্দরে স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. কাজী জাকির হোসেন, প্রথম সচিব আলমগীর হোসেন সহ হাইকমিশন কর্মকর্তাবৃন্দ।
নবনিযুক্ত শাহ আহমেদ শাফি বিগত সময়ে দায়িত্বপালনকারী নুরে হেলাল সাইফুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
শাহ আহমেদ শাফি ১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। সাউথ আফ্রিকা আসার পূর্বে তিনি বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র স্টাফ অফিসার ছিলেন। ইতিপূর্বে তিনি কেনিয়ার নাইরোবি, আমেরিকার লস এঞ্জেল, নয়া দিল্লি বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়াও চীনে বাংলাদেশ দুতাবাসে তিনি ডেপুটি হাইকমিশনার ছিলেন।
জানা যায়, শীঘ্রই নবনিযুক্ত হাইকমিশনার আহমেদ শফি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার নিকট নিজের পরিচয় পত্র আনুষ্ঠানিকভাবে পেশ করবেন এবং দুতাবাসের নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।
প্রবাসী বাংলাদেশীরা আশা করছেন, নবনিযুক্ত হাইকমিশনার সকল প্রবাসীদের কল্যাণে নাগরিক সেবা নিশ্চিত করবেন এবং একটি প্রবাসীবান্ধব হাইকমিশন গড়ে তুলবেন।