শাপলা টিভি রিপোর্ট:
তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে অবশেষে বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান। তাকে জর্ডানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
প্রিটোরিয়া হাইকমিশনে তার স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের প্রধান হিসেবে (মহাপরিচালক) দায়িত্বরত শাহ আহমেদ শাফি। তিনি দীর্ঘদিন ধরে ফরেইন সার্ভিস একাডেমির মহাপরিচালক ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় সুত্রে জানা যায়, বিদেশের আরো আটটি মিশনে রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দ্য হেগ, জেনেভা, কেপটাউন, আম্মান, কলম্বো, নাইরোবি, বন্দর সেরি বেগাওয়ান ও ইসলামাবাদ মিশনে রদবদল আসছে।