শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের প্রবীণ প্রবাসী আবু জাহিদ সুজন আজ (২৩ মার্চ) ভোর ৫ ঘটিকার সময় স্হানীয় লিবিংস্টন হসপিটালে অসুস্থ অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন; ইন্না লিল্লাহি ….রাজিউন।
মরহুমের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার নগরপুর এলাকার সিংদর গ্রামে বলে জানা গেছে।
তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ পরিবার নিয়ে এখানে বসবাস করে আসছিলেন। নম্র, ভদ্র ও হাসিমুখে কথা বলা আবু জাহিদের মৃত্যুতে পোর্ট এলিজাবেথ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ইসলামিক ফোরাম অব আফ্রিকা পোর্ট এলিজাবেথের বেথেল্সড্রোপ শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
মরহুম আবু জাহিদ সুজনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি আলী আকবর ও জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমদ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রবের কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।