শাপলা টিভি ডেস্ক:
খেলাফত মজলিস দক্ষিণ আফ্রিকা শাখার প্রথম কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় ১২টায় অনুষ্ঠিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জোনের পরিচালক মাওলানা আহমদ বিলাল।
উক্ত প্রোগ্রাম শেষে ১৫সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দক্ষিণ আফ্রিকায় খেলাফত মজলিসের কমিটি গঠন
ইসলামী ছাত্র মজলিসের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মোহাম্মদ নাসির চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ জিয়াউদ্দিন খন্দকার আকাশকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান- নর্দান কেপ ( কিম্বার্লী), যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী- ঘাউটেং (প্রিটোরিয়া ওয়েস্ট), যুগ্ম আহ্বায়ক : মুহাম্মদ হুসাইন আহমদ- নর্দান কেপ (কিম্বার্লী), সহকারী সদস্য সচিব হাবিব রহমান চৌধুরী -ওয়েস্টার্ন কেপ (কেপটাউন) ও মনজুরুল ইসলাম – নর্দান কেপ। সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ আশা ইসলাম -ঘাউটেং (জোহানেসবার্গ), মোঃ আরিফ – ঘাউটেং (প্রিটোরিয়া ওয়েস্ট), মোঃ সেজান- ফ্রী স্টেট (ব্লুমপন্টিন), মোঃ কাজী শাওন – ওয়েস্টার্ন কেপ (কেপটাউন), মোঃ হোসাইন – নর্দান কেপ (কিম্বার্লী), ফয়েজ উল্লাহ- ফ্রী স্টেট (ব্লুমপটিন), মোঃ নকীবুল্লাহ – ঘাউটেং (প্রিটোরিয়া সিটি), মোঃ জাকির হোসেন -ইস্টার্ন কেপ (পোর্ট এলিজাবেথ), মোঃ রাকিব – কোয়া জুলু নাটাল (ডারবান) ও মোঃ বাবু – ইস্টার্ন কেপ (পোর্ট এলিজাবেথ)।