ডেস্ক রিপোর্ট, শাপলা টিভিঃ
আফ্রিকার দেশ মোজাম্বিকে বিশ্ব বরেণ্য মুফাস্সিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর (রহ) ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ই আগস্ট ইসলামিক ফোরাম অব আফ্রিকা জাম্বেজিয়া প্রভিন্সের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন প্রভিন্সের সহ সভাপতি মুহাম্মদ হেফাজুর রহমান।
প্রভিন্স সেক্রেটারি মাওলানা আবু তাহেরে পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সামাজ কল্যান সম্পাদক মাওলানা সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিটির সভাপতি জনাব হাজী আব্দুল মতিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকুবা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আবু সাঈদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোকতার আহমদ, মাওলানা আব্দুর রহিম, মকুবা মসজিদে আয়েশার খতিব হা: মাওলানা দিদারুল আলম, মাওলানা ওবাইদুল্লাহ নেজামী, নামাকুরা শাখার সভাপতি ইন্জিনিয়ার আজিজুল হক চৌধুরী, মকুবার ব্যবসায়ী শহিদুল ইসলাম মানিক জসিম উদ্দিন, প্রভিন্সের অফিস সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী এবং দাওয়া সম্পাদক মুহাম্মদ ইউছুফসহ
সেক্রেটারিয়েট সদস্য বৃন্দ ও প্রভিন্সের বিভিন্ন শাখা থেকে আগত কর্মী ও মকুবার ব্যাবসায়ী বৃন্দ।
প্রধান অতিথি বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ কে মেডিকেল কিলিংয়ের মাধ্যে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুসলমানদের ঈমান ইসলামকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, গত ৫আগষ্টে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গনঅভ্যুত্থানের মাধ্যমে ভারতের মদদ পুষ্ট খুনি হাসিনা সরকারকে পরাজিত করে এবং প্রধানমন্ত্রী হাসিনাসহ মন্ত্রী এমপিরা পালিয়ে যেতে বাধ্য হয়; পুলিশ সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়েছিলো যা পৃথিবীর ইতিহাসে বিরল।