শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে লেনেসিয়াতে বসবাসকারী আলমগীর হোসেন আজ (২১ মার্চ) সকালে বারাগোনাথ হাসপাতালে ইন্তেকাল করেছেন; ইন্নালিল্লাহি…. রাজিউন।
আজ রাতে বাংলাদেশের উদ্দেশ্যে তার ফ্লাইট ছিলো; কিন্তু জীবিত নয়, এখন তার দেহ যাবে বাক্সবন্দি হয়ে। উনার দেশের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া বলে জানা গেছে।
লেনেসিয়ার ব্যবসায়ী ঢাকা ট্রাভেলস্-এর স্বত্তাধিকারী ইলিয়াস ভুইয়া সজিব জানান, আজ রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করার কথা। দেশে যাবেন এজন্য তিনি গতকাল ডাক্তারের কাছে গেছেন চেকআপ করার জন্য কিন্তু ডাক্তার তাকে ভর্তি দেয়। গতরাতে তার অবস্থার অবনতি হলে আজ সকালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এখানে চাকুরী করতেন।
কমিউনিটির সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো হবে বলে ইলিয়াস ভু্ইয়া শাপলা টিভিকে জানিয়েছেন।