ডেস্ক রিপোর্ট:
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আজ (২ জুলাই) রাতে দক্ষিণ আফ্রিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট সিরিল রামাপোসাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এসময় জাতীয় সরকার গঠনের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
জো বাইডেন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ে অর্থনৈতিক অগ্রগতি, জব সৃষ্টি, জলবায়ু পরিবর্তন সহ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।
আমেরিকার প্রেসিডেন্ট আগামী বছর জি-২০ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকা আসার আগ্রহ প্রকাশ করেন।
এসময় প্রেসিডেন্ট রামাপোসা রাষ্ট্রীয় সফরে জো বাইডেনকে সাউথ আফ্রিকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।