শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের আর মাত্র ৮দিন বাকী। এর আগেই আজ (২০ মে) দেশটির সর্বোচ্চ আদালত সাংবিধানিক কোর্ট সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা’কে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো।
দেশটির শীর্ষ আদালত আজ যে রায় দিয়েছে, যা জাতীয় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং জুমার সমর্থকদের থেকে অশান্তি সৃষ্টি করতে পারে৷
সাংবিধানিক আদালত ২০২১ সালে আদালত অবমাননার জন্য জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদন্ড দিয়েছিলো; ফলে আগামী ২৯শে মে নির্বাচনে দাঁড়ানোর জন্য তাকে অযোগ্য ঘোষণা করেছে। কারণ সংবিধান অনুযায়ী ১২ মাস বা তার অধিক সময়ে কারাদন্ড প্রাপ্ত ব্যক্তি নির্বাচনী আসনে দাঁড়াতে পারবেন না।
জ্যাকব জুমা, যিনি ২০১৮ সালে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হন। তিনি ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি থেকে বাদ পড়ার পর এএনসি’র গঠিত স শ স্ত্র শাখার নামানুসারে উমখন্টো উই সিজওয়ে (এমকে) নামে একটি নতুন দলের জন্য প্রচারণা চালাচ্ছেন।
আজকের রায়ের পর দক্ষিণ আফ্রিকায় নির্বাচনের পূর্বে স হি ংস তা র আংশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে জ্যাকব জুমার সমর্থকরা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তারা বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে পারে বলে অনেকের অভিমত।