শাপলা টিভি রিপোর্ট:
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ৪৬২৭টি অপহরণের ঘটনা ঘটেছে সাউথ আফ্রিকায় যা প্রতিদিন গড়ে ৫১টি। এর আগে ত্রৈমাসিকের চেয়ের গত তিন মাসের এই সংখ্যা বেড়েছে।
জনবহুল ঘাউটেং প্রভিন্সে গত তিন মাসে সর্বোচ্চ ২৪৯৮টি অপহরণ মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়াও কোয়াজুলু নাটাল প্রভিন্সে ৮৪৭টি, ওয়েস্টার্ণকেপ প্রভিন্সে ৩১৮টি, পুমালাঙ্গা প্রভিন্সে ২২৯টি এবং ইস্টার্ণকেপে ২০৩টি মামলা রেকর্ড করা হয়েছে।
সাউথ আফ্রিকা পুলিশের ত্রৈমাসিক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। ক্রমাগত অপহরণ বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন বিদেশী সহ স্থানীয় ব্যবসায়ীরা।