• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ একমাস আইসিইউ-তে থাকা অবস্থায় চিরবিদায় নিলেন গু-লি-বিদ্ধ প্রবাসী সুলেমান দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান থেকে ৫ জনের লা-শ উদ্ধার; নিখোঁজ ৩ পুলিশ সদস্যের মরদেহ বলে ধারণা ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করে অবৈধ অভিবাসী ঠেকাচ্ছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু সাংবাদিকদের সাথে মতবিনিময়ঃ প্রবাসীদের সেবা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন হাইকমিশনার শাহ আহমেদ শফী ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলোকেও জবাবদিহিতা করতে হবে; সাউথ আফ্রিকায় মানববন্ধনে শহীদুল আলম ট্রাম্প সবধরনের নিষেধাজ্ঞা দিলেও ইসরায়েলের বিপক্ষে মামলা প্রত্যাহার করবে না সাউথ আফ্রিকা পোর্ট এলিজাবেথে প্রবীন বাংলাদেশী আবু জাহিদের মৃত্যু: ইসলামিক ফোরামের শোক প্রকাশ রাতে ফ্লাইট; সকালে মারা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আলমগীর হোসেন খেলাফত মজলিস দক্ষিণ আফ্রিকা শাখার প্রথম কমিটি গঠন
প্রবাসী খবরঃ
ড্রোন ও বডি ক্যামেরা ব্যবহার করে অবৈধ অভিবাসী ঠেকাচ্ছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু সাংবাদিকদের সাথে মতবিনিময়ঃ প্রবাসীদের সেবা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন হাইকমিশনার শাহ আহমেদ শফী ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমাদের পাশাপাশি আরব দেশগুলোকেও জবাবদিহিতা করতে হবে; সাউথ আফ্রিকায় মানববন্ধনে শহীদুল আলম পোর্ট এলিজাবেথে প্রবীন বাংলাদেশী আবু জাহিদের মৃত্যু: ইসলামিক ফোরামের শোক প্রকাশ রাতে ফ্লাইট; সকালে মারা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আলমগীর হোসেন খেলাফত মজলিস দক্ষিণ আফ্রিকা শাখার প্রথম কমিটি গঠন কেপটাউনে বাংলাদেশী মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল: ডাক্তার হতে চায় মরিয়ম মুনির দক্ষিণ আফ্রিকায় মালবাহী ট্রাকে গু-লি করে প্রবাসী বাংলাদেশীকে হ-ত্যা চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন খালেদা বেগম

সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা থেকে যেভাবে নিজেকে রক্ষা করবেন

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

হেলথ্ ডেস্ক, শাপলা টিভিঃ

শীতকাল আসার আগে বিশ্বের অন্যান্য দেশের মত সাউথ আফ্রিকার মানুষের মধ্যেও ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু’তে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। করোনাভাইরাসের মত এই রোগেও শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে থাকে এবং এর উপসর্গও সর্দি-জ্বরের উপসর্গের মতই।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বের জনসংখ্যার শতকরা প্রায় ৯ ভাগ মানুষ ফ্লু’তে আক্রান্ত হয়। অর্থাৎ বিশ্বে প্রতিবছর প্রায় একশো কোটি মানুষ সংক্রমণের শিকার হয়, যাদের মধ্যে ৩০ থেকে ৫০ লাখ মানুষের সংক্রমণের মাত্রা তীব্র হয়ে থাকে।

আর ফ্লু’তে আক্রান্ত হয়ে প্রতিবছর সারাবিশ্বে তিন থেকে পাঁচ লাখ মানুষ মারা যায়।

ফ্লু’র উপসর্গ
সাধারণত শীতকালে এবং বর্ষার শেষে ফ্লু’য়ের প্রকোপ বেশি দেখা যায়। সাধারণ সর্দি-জ্বর ও ফ্লু’র উপসর্গ একইরকম হওয়ায় মানুষ অনেক সময় দুটির পার্থক্য করতে পারে না।

ফ্লু হলে সাধারণ সর্দি জ্বরের মতই মাথা ব্যাথা, গলা ব্যাথা, মাংসপেশিতে ব্যাথা, হাঁচি, শুকনো কাশি, জ্বর, স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে আসার মত উপসর্গ দেখা দেয়।

তবে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএস’এর তথ্য অনুযায়ী সাধারণ সর্দি-জ্বর ও ফ্লু’য়ের প্রধান পার্থক্য দু’টি।

একটি হলো ফ্লু’য়ের উপসর্গ খুব কম সময়ের মধ্যে দেখা দেয়। অর্থাৎ হঠাৎ করে কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র জ্বর আসার মত উপসর্গ দেখা দেয়। অন্যদিকে সর্দি-জ্বরের ক্ষেত্রে অপেক্ষাকৃত ধীরে জ্বর বাড়তে থাকে।

আর ফ্লু’তে আক্রান্ত হলে মানুষ হঠাৎ করে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল বা ক্লান্ত বোধ করে, যা সাধারণ সর্দি-জ্বরের ক্ষেত্রে হয় না।

ফ্লু থেকে যেভাবে সুরক্ষা পেতে পারেন
ফ্লু’তে আক্রান্ত হলে অধিকাংশ মানুষ কয়েকদিনের মধ্যে নিজ থেকেই সুস্থ হয়ে যায়। তবে অনেকক্ষেত্রেই অপেক্ষাকৃত দীর্ঘসময় ধরে ফ্লু’তে ভুগতে পারে মানুষ।

ডায়াবেটিস, হৃদরোগ, হাঁপানি জনিত সমস্যা বা ক্যান্সারের মত রোগ থাকলে সাধারণ ফ্লু’য়ের সমস্যাও মারাত্মক রূপ ধারণ করতে পারে।

ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক সাদিয়া সিরাজ বলেন ফ্লু এবং সর্দি জ্বরের ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতিগুলো প্রায় একইরকম।

“ফ্লু হলে ঠাণ্ডা থেকে দূরে থাকা এবং নিজেকে উষ্ণ আবহাওয়ার মধ্যে রাখা খুবই প্রয়োজন। এছাড়া পরিমিত বিশ্রাম এবং ঘুম ফ্লু থেকে আরোগ্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এছাড়া জ্বরের তীব্রতা ও শরীরের ব্যাথা কমানোর উদ্দেশ্যে প্যানাডো, এলার্জেক্স, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে; তবে ডাক্তারের পরামর্শ নেয়া ভালো। পাশাপাশি পরামর্শ দেয়া হয়েছে প্রচুর পরিমাণ পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার।

ফ্লু আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত প্লেট, গ্লাস ব্যবহার করা বা ব্যবহার্য জিনিসপত্র থেকেও ফ্লু সংক্রমণ ঘটতে পারে। তাই ফ্লু আক্রান্ত ব্যক্তিদের কাছে থাকার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

ফ্লু’য়ের ভ্যাকসিন দেয়া হলে সাধারণত ফ্লু’তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এই ভ্যাকসিন প্রতিবছর একবার করে দিতে হয়।

হার্টের সমস্যা, ক্যান্সার বা ডায়াবেটিসের মত রোগে যারা ভুগছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে জটিলতা এড়াতে ফ্লু’য়ের ভ্যাকসিন দেয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
– তথ্য সূত্র: বিবিসি বাংলা


রিলেটেড খবর
bdit.com.bd