শাপলা টিভি ডেস্ক:
ক্ষমতাসীন দল এএনসির ঘাউটেং প্রভিন্স শাখা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জানিয়ে বলেছে, অবৈধ বিদেশীরা এখানে আরামে থাকতে পারবে না।
আজ বৃহস্পতিবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে এএনসি ঘাউটেং-এর সমন্বয়কারী হোপ পাপো বলেন, সম্প্রতি এএনসির ঘাউটেং প্রভিন্স সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ অভিবাসন এবং শ্রম আইন এবং জনসেবার উপর এর প্রভাব আর উপেক্ষা করা যাবে না।
তিনি আরো বলেন”এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় যা আমাদের আমাদের কাজের অংশ হিসাবে গ্রহণ করতে হবে; তারা যথাযথ কাগজপত্র ছাড়া আরামে ঘুরে বেড়াতে পারে না, যা শ্রম আইন ও অভিবাসন আইনের লঙ্ঘন”।
পাপো বলেন, ঘাউটেং-এ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অবৈধ অভিবাসন আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না।
তিনি সরকারকে এই বিষয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
“সুতরাং অবৈধ অভিবাসী মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় নাগরিকদের একসাথে কাজ করতে হবে। এটি একটি যৌথ প্রচেষ্টা হতে হবে যাতে অবৈধ অভিবাসনে অংশগ্রহণকারী নাগরিকদেরও বুঝতে হয় যে তারা দেশের ক্ষতি করছে।”