শাপলা টিভি ডেস্ক:
সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য চারটি দেশ হলো— মিসর, মালদ্বীপ, জর্ডান ও ওমান।
সম্প্রতি এসব দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়, ‘এই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বলেন, ‘আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার জন্য আমাদের (ইসি) প্রস্তুতি থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব পাব।’
এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, তুরস্ক, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, মিসর ও ফ্রান্সে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে অন্যান্য দেশের ন্যায় সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয়। এ দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে।
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে ২০ হাজারের বেশি বাংলাদেশিকে ভোটার করে নিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে শাপলা টিভির প্রধান নির্বাহী নোমান মাহমুদ জানান, সাউথ আফ্রিকায় ইতিমধ্যে ই-পাসপোর্ট চালু হয়েছে তবে হাজার হাজার প্রবাসীর জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন না থাকায় তারা ই-পাসপোর্ট করতে পারছেন না। ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে আগত প্রধান অতিথি (পাসপোর্ট ও সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব) মিজানুর রহমানকে সাউথ আফ্রিকায় জাতীয় পরিচয়পত্র চালুর আবেদন জানাই। তিনি তাৎক্ষণিক বক্তব্যে আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছিলেন। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সাউথ আফ্রিকায় ই-পাসপোর্ট উদ্বোধনকালে প্রধান অতিথি সহ হাই কমিশনার;