শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার দুই প্রভিন্সে গত রাতে (১০ মে) পৃথক ঘটনায় দুই বাংলাদেশী ব্যবসায়ী খু–ন হয়েছেন।
এদের একজন হলেন কেপটাউনের অদুরে বুস্টার এলাকার রাজু আহমেদ। গতরাতে একদল ডা-কা-ত তার দোকানে ঢুকে গু’লি করে হ-ত্যা করেছে বলে জানা গেছে। উনার দেশের বাড়ি চাঁদপুর জেলার পকলা ইউনিয়নে বলে জানা গেছে।
অপর বাংলাদেশীর নাম কামাল হোসেন; তাকেও গতরাতে ইস্টার্নকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট অঞ্চলের মাকাতুমা গ্রামে নিজ দোকানে ঢুকে হাত বেঁ-ধে, গামছা পে’ছি’য়ে শ্বাস*রু*দ্ধ*কর করে হ–ত্যা করে ডাকাতদল। উনার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।