দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ নভেম্বর নগরীর বিসমিল্লাহ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেপটাউন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা লিটন।
সুবর্ণজয়ন্তী উদযাপন কেপটাউনের সাবেক সদস্য সচিব আলতাফ হোসেন দুলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপটাউন বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর খান, সহ সভাপতি আতাউর খান, টাঙ্গাইলের ভাসাইল থানা কৃষকদলের সভাপতি বিপ্লব তালুকদার, দক্ষিণ আফ্রিকা যুবদলের সভাপতি নজরুল ইসলাম লিংকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা প্রমূখ।