#শাপলা_টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার নির্বাচনে একক সংখ্যাগরিষ্টতা না পাওয়ার পর কোয়ালিশন সরকার গঠন নিয়ে বেকায়দায় পড়েছে নেলসন ম্যান্ডেলার দল এএনসি। তারা এখন দফায় দফায় অন্য দলগুলোর সাথে বৈঠক করছে।
রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে এএনসি হয়তো একাধিক দল নিয়ে জাতীয় সরকার করতে পারে। দলের ওয়ার্কিং কমিটি এমনটি জানিয়েছে।
আজ দলের নীতিনির্ধারণী ফোরাম ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে সেখানেও ব্যাপক পর্যালোচনা হয়। দলের একটি অংশ দেশের স্বার্থে, অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে ডেমোক্র্যাটিক এলায়েন্স ডিএ’র সাথে কোয়ালিশন করতে চাইলেও কিছু লোক বাধা হয়ে দাঁড়িয়েছে।
তারা আজ এনইসি মিটিং চলাকালে বাহিরে নানা প্ল্যাকার্ড নিয়ে ডিএ’র সাথে জোট বা কোয়ালিশ না করতে বি ক্ষো ভ করে।