• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা সরি, ভারত এবার ইলিশ পাবে না- জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা এবি পার্টির পর এবার নিবন্ধন পেলো ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স নির্বাচনের আগেই সরকার পতন হতো; আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেবো- সালমান এফ রহমান সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাংলাদেশী ব্যবসায়ীকে পরিকল্পিত খুন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই ঈগল প্রতীকে নিবন্ধন পেলো এবি পার্টি: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী খবরঃ
শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশীর মৃত্যু জোহানেসবার্গে ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দক্ষিণ আফ্রিকার মাফিকিংয়ে অপহরণের ৩দিন পর মিললো প্রবাসী যুবকের লাশ লেনেসিয়াতে ডাকাতিকালে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ; বোন জামাই নিহত দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্টে পরিকল্পিতভাবে সিলেটের যুবক খুন

গণতন্ত্রের সৌন্দর্য্য ও নেলসন ম্যান্ডলার দেশ সাউথ আফ্রিকা

Reporter Name / ৪২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

আজিজুর রহমান
বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ সাউথ আফ্রিকা। গণতন্ত্রের অবিসংবাদিত বিশ্ব নেতা নেলসন রোলিহলালহা ম্যান্ডেলার দেশ সাউথ আফ্রিকা। একসময় এখানে ছিলো না গনতন্ত্র, ছিলো না মানবাধিকার। বর্ণবাদের যাতাকলে পিষ্ট ছিল প্রতিটি কৃষ্ণাঙ্গ মানুষ। ম্যান্ডেলা তার জীবনের সর্বোৎকৃষ্ট সময় ব্যয় করেছেন বর্ণবাদ বিরোধী আন্দোলনে, ব্যয় করছেন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায়। জীবনের ২৭টি সোনালী বসন্ত কেটেছে জেলের নির্জন অন্ধকার প্রকোষ্ঠে। অবশেষে তিনি আন্দোলনে সফল হলেন। জেল থেকে মুক্ত হলেন। শান্তিতে নোবেল পুস্কার পেলেন। বর্ণবাদ প্রথার অবসান হলো। গনতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা হলো।

২৭ এপ্রিল ১৯৯৪ইং; তিনি একটি সম্পূর্ণ প্রতিনিধিত্বমূলক নির্বাচনে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোন এবং কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত ত্রিশ বছর যাবৎ ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) গনতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে আসছে।

গতকাল ছিলো ২৯শে মে ২০২৪ইং, দেশটির ৭ম জাতীয় ও প্রাদেশিক গণতান্ত্রিক নির্বাচন। ছোট বড় ৫২টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। ভোর ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলট পেপারের মাধ্যমে এ ভোট হয়। এখানকার প্রধান রাজনৈতিক দলগুলো হলো ANC, DA, EFF, IFP ইত্যাদি। দেশটির প্রায় ৬,০৯,৬৪,৩৭২ জনসংখ্যার দেশটিতে সর্বশেষ নিবন্ধিত ভোটার সংখ্যা ২,৭৬,৭২,২৬৪জন। তন্মধ্যে পুরুষ ১২৩৮৪১০১জন ও মহিলা ভোটার ১৫২৮৮১৬৩ জন।

সংবিধান অনুযায়ী দেশের স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন কমিশনের উপর দেশের রাজনৈতিক দল ও জনগনের যেমন রয়েছে আস্থা ঠিক তেমনি নির্বাচন কমিশনও তাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালনে বদ্ধপরিকর। নির্বাচনের আগে এখানে আন্দোলন, হরতাল,অসহযোগ, জালাও পোড়াও,জেল জুলুম,মামলা,হুলিয়া,নির্বাচন বয়কট,বিদেশী কূটনীতিকদের দৌড়ঝাপ ইত্যাদি কিছুই নেই। নমিনেশন বানিজ্য বা অবৈধ টাকা পয়সার ছড়াছড়িও নেই। ভোট চুরি বা কারচুপি অথবা কোন ধরনের অনিয়ম বা অসঙ্গতি ও নেই।

পোস্টার,ভেনার,সাইনবোর্ড ইত্যাদি দিয়ে রাস্তার দু’পাশ কিংবা স্কুল,কলেজ,মাদ্রাসা, শহর,নগর,বন্দর,হাট বাজারসহ পুরো গ্রামাঞ্চল ছেয়ে গেছে এমনটিও এখানে দেখা যায়নি। প্রার্থীর গুণকীর্তন করে অসহ্য মাইকিং-এর জালাতন ও এখানে নেই। নির্বাচনের প্রচারনা বলতে রাস্তার পাশে ছোট বিলবোর্ড, নিজ দলীয় মনোগ্রামে অঙ্কিত টি শার্ট পরে কর্মীদের পদচারনা, অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম ও প্রিনট/ ইলেকট্রনিক মিডিয়ায় নিজ নিজ প্রচারনা।

গতকাল বিকেলে অনেকটা আগ্রহ ও কৌতূহল নিয়ে আমার পার্শ্ববর্তী ভোটকেন্দ্রে ভোট দেখতে গেলাম। কুশল বিনিময় হলো কয়েকজন ভোটার ও সাংবাদিকদের সাথে । সেখানকার দৃশ্য ও ভোট প্রদানের পরিবেশ দেখে আমি সত্যিই মুগ্ধ ও অভিভূত হয়েছি। অত্যন্ত আনন্দ ও উৎসাহ উদ্দীপনায় সবাই ভোট দিতে আসছে। প্রায় অর্ধকিলোমিটার লম্বা লাইনে কৃষ্ণাঙ্গ শেতাঙ্গরা একিভুত হয়ে একই লাইনে দাড়িয়ে ভোট প্রদানের অপেক্ষা করছে। আমার আবেগাপ্লুত মনে তখনই ভেসে উঠল বর্নবাদ বিরোধী মহান নেতা ম্যান্ডলার কথা। তিনি সত্যিই বর্নবাদের অবসান ঘটিয়ে প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্টা করেছেন। This is the beauty of democracy-এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

বিশ্বের বিভিন্ন দেশে দেশে বন্দী গনতন্ত্র মুক্ত হোক। মুক্তি পাক অজস্র মুক্তিকামী, গনতন্ত্রকামী, অধিকার বঞ্চিত মানুষেরা।

লেখক: আজিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব, সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা।


রিলেটেড খবর
bdit.com.bd