ডেস্ক রিপোর্ট:
চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে সরকার খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে। গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেয়। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদা বেগম অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ১৯৯৯ সালে ১৮ তম বিসিএস তথ্য সার্ভিসের যোগদেন।
পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকা থাকাকালীন তিনি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে প্রবাসীদের আস্থা অর্জন করেন।