শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ণকেপ প্রদেশের জর্জ শহরে গত ৭মে নির্মানাধীন একটি ভবন হঠাৎ পুরোটাই ধ্বসে পড়ে।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর ৭২ ঘন্টার উদ্ধার অভিযান চালায় বিভিন্ন সংস্থা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার দাতব্য সংগঠন গিফট অব দ্যা গিভারস তাদের প্রশিক্ষিত কুকুর দিয়ে উদ্ধার অভিযান চালায়। ফলে ৭২ ঘন্টার অভিযানের শেষ পর্যায়ে ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
এই ঘটনায় এই পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৬ জন ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে; তাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিল্ডিংয়ে কাজ করা শ্রমিকদের অধিকাংশই ভিনদেশী বলে জানা গেছে। এদের মধ্যে মালাউয়ি, মোজাম্বিক ও জিম্বাবুয়ের নাগরিক রয়েছেন।