শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার মাফিকিং শহরের নিজ দোকান থেকে প্রবাসী যুবক মোফাজ্জল হোসেন শামীমকে অ স্ত্রে র মুখে জি ম্মি করে তুলে নিয়ে যায় একটি গ্রুপ। অপহরণের পর থেকে ৩ দিন পার হলেও কেউ মুক্তিপণ দাবী করে নি।
অবশেষে আজ মাফিকিংয়ের অদূরে ললি নামক পাহাড়ি দুর্গম স্থানে শামীমের অর্ধগলিত দেহ পাওয়া গেছে। তার আপন ছোট ভাই লাশ সনাক্ত করেন; এসময় তিনি বড় ভাইয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
নি হ ত মোফাজ্জ হোসেন শামীমের দেশের বাড়ি নারায়গঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইলেন্টগেট এলাকায় বলে জানা গেছে।
নৃশংস এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। একটি সূত্র শাপলা টিভিকে জানিয়েছে, সেখানকার এক পাকিস্তানির সাথে নিহত শামীমের ব্যবসা সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। তাছাড়া হত্যাকান্ডের পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।