শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের কাটু নামক এলাকায় মালাবাহী ট্রাকে সরাসরি গু–লি করে আরিফ নামে এক বাংলাদেশী যুবককে হ–ত্যা করেছে ডাকাতরা।
নি-হ-ত আরিফের দেশের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালির বাজার এলাকায় বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রবাসী আরিফ গ্রোসারী দোকানের মালবাহী ট্রাক নিয়ে ওলিফানছুক টাউন থেকে কাটু শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতদল তাকে ট্রাক থামানোর জন্য ব ন্দু ক তাক করলে সেও ব-ন্দু-ক জাতীয় জিনিস দেখালে ডাকাতরা সরাসরি তার মাথায় গু–লি করে।
তাকে মারাত্মক আ-হ–ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে আই.সি.ইউ-তে জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।