শাপলা টিভি রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাইকে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ আফ্রিকা যুবলীগ।
আজ (৩রা মে) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্ট্যাটাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের সমন্বয়ক মোহাম্মদ হাছান।
দক্ষিণ আফ্রিকা যুবলীগ নেতা ইসমাইল মাহমুদ ও সদস্য সচিব আবু সুফিয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল তানসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল হাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সোহাগ, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা জসিম উদ্দিন, বুরহান উদ্দিন, মোহাম্মদ পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, দলকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বহির্বিশ্বে আওয়ামী যুবলীগকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তিনি প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার কথা তুলে ধরেন।