সম্প্রতি দক্ষিণ আফ্রিকার স্পাজা শপ থেকে খাবার খেয়ে শিশু মৃ ত্যুর ঘটনার পর প্রেসিডেন্ট সিরিল রামাপোসা ২১ কার্য দিবসের মধ্যে দোকান রেজিষ্ট্রেশন করা বাধ্যতামুলক করেছেন।
ইতিমধ্যে বিভিন্ন প্রভিন্সে স্পাজা শপগুলো রেজিষ্ট্রেশন করতে ব্যবসায়ীরা দৌড়ঝাপ শুরু করেছেন।
দেশটির জনবহুল ঘাউটেং প্রভিন্সের বিভিন্ন সিটি ও মিউনিসিপ্যালিটিতে ইতিপূর্বে ১৩ হাজারের বেশি দোকান রেজিষ্ট্রেশনের আবেদন পড়েছে বলে জানিয়েছেন প্রভিন্সিয়াল এমইসি (ফাইন্যান্স) ল্যাবগ্যাঙ্গ মাইলি।
তিনি জানান, ১৩ হাজারের মধ্যে ২ হাজারের অধিক বিদেশী অভিবাসীদের আবেদন রয়েছে।
এছাড়াও ২ হাজার ৬শ আবেদন সম্পূর্ণ কাগজাদি না থাকায় ফিরিয়ে দেয়া হয়েছে এবং যথোপযুক্ত কাগজপত্র না থাকায় ইতিমধ্যে ৫৪১টি দোকান বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, প্রেসিডেন্ট রামাপোসা ঘোষণা দিলে দোকান রেজিষ্ট্রেশনের সময়সীমা বাড়তে পারে।