শাপলা টিভি রিপোর্ট:
অন্তর্বর্তীকালীন ড. ইউনুস সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনা আমলের হুদা কমিশন পদত্যাগ করার পর নির্বাচন কমিশন গঠন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠে।
আজ নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতির সদয় হয়ে অবসরপ্রাপ্ত সচিব এ.এম.এম নাসির উদ্দিনকে নিয়োগ দিয়েছেন।
এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করেন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
৪ নির্বাচন কমিশনার:
প্রধান নির্বাচন কমিশনারের সাথে অপর ৪জন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা হয়েছে। তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে নাম প্রস্তাব করার আহবান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস।