শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের ওয়েস্টন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী প্রবাসী নাছির বালি (মাষ্টার ভাই) খু-ন হয়েছেন।
অদ্য (১৬ মে) সন্ধ্যার পর পেশাদার খু-নি তার দোকানে ঢুকে মাথা বরাবর কয়েক রাউন্ড গু–লি করলে ঘটনাস্থলেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার মোটিভ দেখে অনেকেই এটি পরিকল্পিত হ–ত্যা বলে ধারণা করছেন। খু-নিরা দোকান থেকে কিছুই নিয়ে যায় নি। তিনি ঐ এলাকায় মাষ্টার ভাই হিসেবে পরিচিত।
উনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর বলে জানা গেছে।