ডেস্ক রিপোর্ট:
জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ আফ্রিকা (দক্ষিণ) শাখার উদ্যোগে প্রাক্তণ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গত ১০জুন কেপটাউনের একটি মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা (দক্ষিণ) বিএনপির সভাপতি মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা (দক্ষিণ) বিএনপির প্রধান উপদেষ্টা আজম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর সিদ্দিকী লিটন, সাইফুল ইসলাম বাচ্চু, মাসুম হোসেন আক্তার প্রধান, দেলোয়ার চোকদার, আব্দুস শহীদ, সাগর আহমেদ, রুকন সরদার, আজাদ টিপু, মাজহার ইসলাম, ইমাম হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।
শহীদ জিয়াউর রহমানের আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মুফতী মাওলানা জুবাইর।
মাহফিলে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।