শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার পিটারমেরিজবার্গের একটি শপিং কমপ্লেক্সে গতরাতে (৩০ অক্টোবর) ঘুমন্ত অবস্থায় অগ্নি দ গ্ধ হয়ে মা–রা গেলেন দুই বাংলাদেশী। নিহতের একজনের নাম দেলোয়ার হোসেন এবং অপরজন বেলাল আহমদ।
নি হ ত দেলোয়ার হোসেনের দেশের বাড়ি ফেনী জেলার মহিপালে এবং বেলাল আহমদের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
স্থানীয় প্রবাসীরা জানান, গতরাত আনুমানিক রাত ১টার দিকে কমপ্লেক্সের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুতই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের তিনটি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এরমধ্যে দুইটি দোকান ছিলো বাংলাদেশী মালিকানাধীন। এর ১টিতে রাত্রিযাপন করেন দেলোয়ার ও বেলাল।
ভোরে তাদের ছাই হওয়া পো–ড়া দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস বাহিনী। কিন্তু কিভাবে দোকানগুলোতে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে ধারণা করা হচ্ছে- একটি টেকওয়ে দোকান থেকে আগুন লেগে থাকতে পারে।
মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো দেশে পাঠানোর মতো অবস্থায় নেই তাই এখানেই দাফনের চিন্তা করছেন প্রবাসীরা। তবে তা চূড়ান্ত নয়।