শাপলা টিভি রিপোর্ট:
সাউথ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রভিন্সের ক্রাডক শহরে গত রাত দেড়টার দিকে কেএফসি দোকানের স্টোররুমে আগুন লাগে। পাশের দোকানে কয়েকজন বাংলাদেশী ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় পাশের দোকানে আগুনের ধোঁয়া ঢুকতে থাকে।
তখন দায়িত্বরত সিকিউরিটি বাংলাদেশীদের ডেকে তুলে। ঘুম থেকে উঠে বাংলাদেশীরা ফায়ার সার্ভিস না আসায় অন্যান্যদের ডেকে এনে নিজ দোকান থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
এসময় ধোয়ায় বাংলাদেশী দোকানের পার্টনার হেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তিনি শ্বাস নিতে কস্ট হচ্ছে বলে অন্য বাংলাদেশীদের জানালে সবাই তাকে এম্বুলেন্স-এ করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়েছেন বললে তাকে ডিসচার্জ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি হাসপাতাল থেকে বের হবার প্রাক্কালে বমি করেন এবং সেখানেই সকাল ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন বলে শাপলা টিভিকে জানান প্রবাসী শান্ত সজল।
মরহুম হেলাল উদ্দিনের দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়ন এর কুঠিবাড়ি গ্রামে। তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। জানা যায়, দেশে তার স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে।