শাপলা টিভি রিপোর্ট:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর দুপুরে হাই কমিশন মিলনায়তনে আয়োজিত সভায় প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
মান্যবর হাইকমিশনার শাহ আহমেদ শফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন মুফতি খলিলুর রহমান। এরপর মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন হাই কমিশনের প্রথম সচিব তৌফিকুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব আশরাফুল হক।

আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইসলামিক ফোরাম অব আফ্রিকা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।