সাউথ আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের নিকটবর্তী হাইডেলবার্গ রোডে একটি মাল ভর্তি লরি ছিনতাইয়ে জড়িত দুই বাংলাদেশীকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে আলাউদ্দিন নামে একজন গু.লি.বিদ্ধ অবস্থায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সম্প্রতি ডারবান-হাইডেলবার্গ রোডে একটি মালভর্তি লরি ছিনতাইয়ে ৪ জন বাংলাদেশী জড়িত ছিলো। ছিনতাইকালে স্থানীয় সিকিউরিটি অফিসার গু.লি করলে আলাউদ্দিন নামে এক বাংলাদেশী আ.হ.ত হন। তার দেশের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। এসময় মানিক নামে আরেক বাংলাদেশী (যার দেশের বাড়ি চট্টগ্রাম) সহ আহত আলাউদ্দিন গ্রেফতার হন। এছাড়াও এই ঘটনায় আরো দুই বাংলাদেশী পলাতক রয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় কতিপয় বাংলাদেশীদের অপ কর্মে হতাশ বাংলাদেশী কমিউনিটি। এয়ারপোর্ট, হোম অফিস সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশীদের দুর্নীতির ফলে কমিউনিটির সুনাম দিন দিন তলানীতে যাচ্ছে।