শাপলা টিভি ডেস্ক:
শীঘ্রই দক্ষিণ আফ্রিকা সফরে আসবেন বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সহ একটি টিম।
তারা সাউথ আফ্রিকায় ১৯৯৫ সালে গঠিত ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের সাথে মতবিনিময় করবেন এবং বাংলাদেশে এইরুপ একটি কমিশন গঠনে দিকনির্দেশনা ও অভিজ্ঞতা নিবেন।
আজ (১০ মে) ঢাকার এক সেমিনারে এই বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সাউথ আফ্রিকা সফরের এখন পর্যন্ত দিনক্ষণ জানা যায় নি।
উল্লেখ্য, বর্ণবাদের বিভাজন দূর করে সংহতি ফিরিয়ে আনতে ১৯৯৫ সালে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিল দক্ষিণ আফ্রিকা। সত্য উদ্ঘাটন, বিচার ও পুনর্মিলনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে দেশটিতে ওই কমিশন গঠন করা হয়েছিল।