রিপন ভূইয়া, সোয়াজিল্যান্ড প্রতিনিধিঃ
সাউথ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ সোয়াজিল্যান্ডের মানজিনি শহরে গত রাত (১৬ জুন) মানিক মিয়া ওরফে লাল মিয়া নামে এক বাংলাদেশীকে দু.বৃ.ত্তরা হ**ত্যা করেছে।
জানা যায়, সোয়াজিল্যান্ডে দোকানের ভেতরে রাত্রীযাপন নিষেধ থাকলে প্রবাসী দোকানের এক কোণে নিজের থাকার জায়গা করে ঘুমাতেন কিন্তু ভেতরে টয়লেট না থাকায় বাহিরে যেতে হয়।
গতরাতেও তিনি টয়লেটের জন্য বের হলে তাকে ডা”কা”ত দল ধরে ফেলে। এসময় তাদের সাথে ধ্বস্তা.ধ্ব.স্তি হয়। ডাকাতরা তাকে দোকানের দরজায় নিয়ে তালা খুলাতে চায়, তারা তাকে মাথায় স*জো*রে আঘাত করে দোকান না খুলায়।
দোকানের দরজার সামনে মানিকের র*ক্তের দাগ দেখা গেলেও তার ম*র*দেহ টয়লেটের ভেতরে পাওয়া যায়। পুলিশ ও সেখানকার প্রবাসী কমিউনিটির সহযোগিতায় তার লা*শ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার ম*র*দেহ দেশে পাঠানো হবে।
স্থানীয় প্রবাসীদের সাথে কথা বলে জানা যায়, নি*হ*ত মানিক একা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। তার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।