• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোস্টাল ভোট বিডি নিবন্ধন শেষ: ১৫ লাখ প্রবাসীর নিবন্ধন; সাউথ আফ্রিকা থেকে ৫৪৪৫জন রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার বিজয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনে আলোচনা সভা অনুষ্ঠিত সাউথ আফ্রিকায় মালভর্তি লরি ছিনতাইয়ে গু-লি-বিদ্ধ একজন সহ দুই বাংলাদেশী গ্রেফতার; পলাতক ২ প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন দেড় লাখ ছাড়িয়েছে; তালিকায় ১৩তম সাউথ আফ্রিকা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে কেপটাউনে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাউথ আফ্রিকায় ৩ হাজার ১৯৫ সহ এই পর্যন্ত ২১৩৪৫ জন প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছেন
প্রবাসী খবরঃ
রেমিট্যান্স প্রেরণে সাউথ আফ্রিকা ১২তম; তবুও দেশটিতে প্রবাসীরা অবহেলিত-বঞ্চিত দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃ ত্যু: সিলেট এসোসিয়েশনের শোক একা দোকানে মা’রা গেলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী; ২ দিন পর মরদেহ উদ্ধার সাউথ আফ্রিকায় মালভর্তি লরি ছিনতাইয়ে গু-লি-বিদ্ধ একজন সহ দুই বাংলাদেশী গ্রেফতার; পলাতক ২ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে কেপটাউনে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাউথ আফ্রিকায় ৩ হাজার ১৯৫ সহ এই পর্যন্ত ২১৩৪৫ জন প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছেন সর্বোচ্চ ইমামতি করা তিন জনকে উমরাহ হজ্বে পাঠাচ্ছে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা জোহানেসবার্গে আসামী ছিনিয়ে নিতে দুই পুলিশকে গু”লি করে হ-ত্যা ঢাকায় গেলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতঃ সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরলেন সাউথ আফ্রিকায় সিলেট এসোসিয়েশনের ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

দক্ষিণ আফ্রিকাস্থ হাইকমিশনে বাক্সবন্ধি মেশিন; তিন বছরেও চালু হয় নি ই-পাসপোর্ট

নোমান মাহমুদ / ১৯০৮ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪
Bangladesh High Commission, Pretoria

নোমান মাহমুদ, শাপলা টিভিঃ
বাংলাদেশী ই-পাসপোর্ট নিয়ে গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকায় সহস্রাধিক প্রবাসী পাড়ি জমিয়েছেন। ভাগ্য বদলের আশায় বিদেশে এসে পড়েছেন নানা জটিলতায়। অবৈধ পথে আসা এসব বাংলাদেশীরা মুলত এসাইলাম আবেদন করে এখানে বৈধ হন।

নানা চড়াই উৎরাই পেরিয়ে যখন সাউথ আফ্রিকায় প্রবাস জীবন শুরু করবেন তখনই বিপত্তি ই-পাসপোর্ট নিয়ে। নতুন আসা এসব প্রবাসীদের অনেকের ই-পাসপোর্ট পথিমধ্যে দালালরা রেখে দেয়। তাদেরকে এসাইলাম আবেদনের জন্য নতুন পাসপোর্ট করতে হয়। আবার অনেকেই অপরাধপ্রবন সাউথ আফ্রিকায় সহজেই চোরের দ্বারা পাসপোর্ট খুইয়ে থাকেন।

ফলে তারা এসাইলাম পেলেও পরবর্তীতে ওয়েভার করে অন্য ভিসা/পারমিটে যাওয়ার জন্য পাসপোর্ট করতে হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে নতুন ই-পাসপোর্ট তো দুরের কথা যাদের ই-পাসপোর্ট আছে তারা রিনিউ করতে পারছে না। ফলে পারমিট/ভিসা তৈরির জটিলতায় পড়েছেন এসব নবাগত প্রবাসীরা।

বিগত তিন বছর ধরে হাইকমিশনের পক্ষ থেকে ই-পাসপোর্ট চালুর কথা বলা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয় নি। তবে গত বছর ই-পাসপোর্ট সংশ্লিষ্ট কয়েক বাক্স মেশিনারিজ হাইকমিশনে আসে; তখন অনেকেই ভেবেছিলেন- এই বুঝি দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে কিন্তু তা আজও হয় নি। একটি সূত্রে জানা যায়, ই-পাসপোর্টের মেশিনারিজ আসলেও স্থান সংকুলান না হওয়ায় সেগুলো সেটাপ করা যাচ্ছে না। সেজন্য নাকি হাইকমিশনের পক্ষ থেকে নতুন অফিস কক্ষ বরাদ্দের জন্য প্রয়োজনীয় বাজেট চেয়ে মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে।
ক্ষুব্ধ প্রবাসীদের প্রশ্ন- মেশিনারিজ আনার আগে বিগত ৩বছর ধরে কি এটা পরিকল্পনা করা যায় নি- মেশিনগুলো কোথায় সেট করা হবে?

প্রিটোরিয়া হাইকমিশনের নোটিশ

অনেকেই হাইকমিশনে ই-পাসপোর্ট নবায়নের জন্য যোগাযোগ করলে জানানো হয়, হাইকমিশনে নতুন কিংবা নবায়ন কোনটিই চালু হয় নি। কবে চালু হবে তাও নির্দিষ্ট করে হাইকমিশন কর্মকর্তারা বলতে পারছেন না।
এদের অনেকেই শাপলা টিভি প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন ই-পাসপোর্ট করার সিস্টেম হয়তো হাইকমিশনে চালু হয় নি কিন্তু ডিজিটাল পাসপোর্টের মতো ই-পাসপোর্ট নবায়ন কেন হবে না তা বোধগম্য নয়। অনেকেই না জেনে, ই-পাসপোর্টের জন্য হাইকমিশনের একাউন্টে টাকা জমা দিয়েও বিপাকে পড়েছেন। না পাচ্ছেন পাসপোর্ট না পাচ্ছেন অর্থ ফেরত।

এদিকে, অনেক প্রবাসী বিমানবন্দরে হয়রানি এড়াতে এবং দীর্ঘ মেয়াদে ই পাসপোর্ট করার জন্য অপেক্ষায় রয়েছেন। এমতাবস্থায় প্রবাসীরা শীঘ্রই দক্ষিণ আফ্রিকা হাইকমিশন থেকে ই-পাসপোর্ট চালু এবং নবায়ন করতে পররাষ্ট্রমন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতা কামনা করেছেন।


রিলেটেড খবর
bdit.com.bd