শাপলা টিভি রিপোর্টঃ
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট থেকে লিম্পোপু যাবার পথে নিখোঁজ হন ৩ পুলিশ সদস্য। আজ ঘাউটেং প্রভিন্সের এন-১ মহাসড়কের সেঞ্চুরিয়ান এলাকার হেন্নোপ নদী থেকে ৫ জনের লা..শ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ তিন পুলিশ সদস্যের ছবি…
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ৫ মরদেহের মধ্যে নিখোঁজ ৩ জনের মরদেহ থাকতে পারে। এজন্য তাদের পরিবারের সদস্যদেরকে আনা হচ্ছে। তারা মর্গে গিয়ে লা-শ সনাক্ত করার পর চুড়ান্ত রিপোর্ট দিবে প্রশাসন।
তবে তারা যদি সনাক্ত করতে ব্যর্থ হন তবে হয়তো ডিএনএ টেস্ট করা হতে পারে।