শাপলা টিভি রিপোর্ট:
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল দক্ষিণ আফ্রিকার কেপটাউনস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন প্রবাসী যুবক তুষার ভুইয়া বাবু।
তার দেশের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া বলে জানা গেছে। প্রবাসী এই যুবকের মৃত্যুতে ব্রাক্ষ্মণবাড়িয়া সহ কেপটাউন কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বপ্নীল ভবিষ্যত গড়ার আশায় দূর প্রবাসে এসেও আজ চলে যেতে হচ্ছে বাক্সবন্দি হয়ে।
মরহুম তুষারের জানাযা আগামীকাল রবিবার বাদ আছর কেপটাউনের রাইল্যান্ডস্ মসজিদুল কু্দ্স-এ অনুষ্ঠিত হবে।
জানাযায় অংশগ্রহণের জন্য ব্রাক্ষ্মণবাড়িয়া কমিউনিটির পক্ষ থেকে প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জানাযা শেষে মরহুমের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।