দক্ষিণ আফ্রিকার প্রথম অনলাইন পোর্টাল শাপলা টিভির বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি নিয়োগ দেয়া হয়েছে।
শাপলা টিভি’র প্রধান নির্বাহী নোমান মাহমুদ স্বাক্ষরিত প্রতিনিধিগণ হলেন-
জোহানেসবার্গের উদীয়মান মিডিয়াকর্মী এমরান হোসাইন,
কেপটাউনের প্রতিনিধি হলেন এহসান মাহমুদ হাসান; যিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, এমনকি দেশেও মিডিয়া জগতে কাজ করতেন।
এছাড়াও সাউথ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ সোয়াজিল্যান্ডে শাপলা টিভি’র প্রতিনিধি হলেন- তরুণ লেখক ও মিডিয়া তথা সমাজকর্মী হিসেবে পরিচিত রাইহানুল ইসলাম রিপন।