শাপলা টিভি ডেস্ক:
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সহ পাঁচটি দেশে সম্মতি পাওয়া ভোটার নিবন্ধন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।
আজ (১৫ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ।”
এনআইডি ডিজি বলেন, “নতুন পাঁচটি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতি কাজ চলছে। এর জন্য ইকুইপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয়গুলো রয়েছে।”
ইতোমধ্যে নয়টি দেশের ১৬টি মিশনে এ কাজ চলছে। দশম দেশ হিসেবে চলতি জুলাই মাসে জাপানে কাজ শুরু হবে।