• বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সর্বোচ্চ ইমামতি করা তিন জনকে উমরাহ হজ্বে পাঠাচ্ছে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি আরব গেছেন সোয়াজিল্যান্ডে বাংলাদেশী বংশোদ্ভুত আব্দুর রহমান জোহানেসবার্গে আসামী ছিনিয়ে নিতে দুই পুলিশকে গু”লি করে হ-ত্যা ঢাকায় গেলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতঃ সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরলেন সাউথ আফ্রিকায় সিলেট এসোসিয়েশনের ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন দক্ষিণ আফ্রিকা সহ পাঁচ দেশে এনআইডি চালুর প্রস্তুতি শুরু হয়েছে: হুমায়ুন কবীর ঘরে বাইরে চাপের মুখে রামাপোসা: মেয়াদ শেষ করতে পারবেন কি দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্ট? সাউথ আফ্রিকা সহ ৮টি দেশে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন জোহানেসবার্গ, কেপটাউন ও সোয়াজিল্যান্ডে শাপলা টিভি’র প্রতিনিধি নিয়োগ সোয়াজিল্যান্ডে যেভাবে মধ্যরাতে হ*ত্যা করা হয় প্রবাসী বাংলাদেশিকে?
প্রবাসী খবরঃ
সর্বোচ্চ ইমামতি করা তিন জনকে উমরাহ হজ্বে পাঠাচ্ছে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা জোহানেসবার্গে আসামী ছিনিয়ে নিতে দুই পুলিশকে গু”লি করে হ-ত্যা ঢাকায় গেলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতঃ সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরলেন সাউথ আফ্রিকায় সিলেট এসোসিয়েশনের ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন দক্ষিণ আফ্রিকা সহ পাঁচ দেশে এনআইডি চালুর প্রস্তুতি শুরু হয়েছে: হুমায়ুন কবীর সাউথ আফ্রিকা সহ ৮টি দেশে জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন জোহানেসবার্গ, কেপটাউন ও সোয়াজিল্যান্ডে শাপলা টিভি’র প্রতিনিধি নিয়োগ সোয়াজিল্যান্ডে যেভাবে মধ্যরাতে হ*ত্যা করা হয় প্রবাসী বাংলাদেশিকে? এক সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় চার বাংলাদেশী খু-ন; কমিউনিটিতে শোকের ছায়া হাইকোর্টের রায়ঃ অনেকটা স্বস্তি দিবে দক্ষিণ আফ্রিকায় এসাইলাম সিকারদের

সর্বোচ্চ ইমামতি করা তিন জনকে উমরাহ হজ্বে পাঠাচ্ছে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

শাপলা টিভি রিপোর্ট:
সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা একটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সিলেট অঞ্চলের অধিবাসী ব্যক্তি যিনি একাধারে একই মসজিদের সর্বোচ্চ সময় ধরে ইমামতি করে আসছেন এমন তিন জন ইমামকে সম্পুর্ণ খরচে উমরাহ হজ্বে পাঠানো হচ্ছে।

ইতিপূর্বে সিলেটের বিভিন্ন মসজিদ থেকে আবেদন গ্রহণ করা হয় এবং সেগুলো যাচাই বাছাই করে নিম্নোক্ত তিন জনকে চূড়ান্তভাবে উমরাহে প্রেরণের জন্য নির্বাচিত করা হয়।
এদের একজন হলেন- মাওলানা আব্দুল আজিজ, যিনি গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ জামে মসজিদে বিগত ৩৫ বছর যাবত ইমামতি করে আসছেন।

২য় নির্বাচিত ইমাম হলেন- হাফিজ ক্বারী নজিবুর রহমান, যিনি দক্ষিণ সুরমা উপজেলার দৌলত পুর পশ্চিম পাড়া জামে মসজিদে বিগত ৩৫ বছর যাবত ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন।

৩য় ব্যক্তি হলেন- মাওলানা মকবুল হোসেন, যিনি গোলাপগঞ্জ উপজেলার নিমাদল শাহপাড়া জামে মসজিদে বিগত ২৭ বছর ধরে একটানা ইমামতি করে আসছেন।

তাদের উমরাহে যাবার জন্য পাসপোর্ট তৈরি সহ আনুষাঙ্গিক কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে সিলেট এসোসিয়েশনের সভাপতি এম এস ইসলাম সেরুল বলেন, মসজিদের ইমাম সাহেবরা আমাদের সমাজে ব্যক্তিগতভাবে খুব বেশি সচ্ছল নয়। তারা প্রতি জুম্মায় আল্লাহর ঘর তাওয়াফের জন্য দোয়া করেন কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য যেতে পারেন না। তাদের মধ্য থেকে বাছাই করে আমরা প্রথমে দুইজন পাঠানো জন্য অর্থ উত্তোলন শুরু করি; কিন্তু প্রবাসীদের আগ্রহে অর্থের পরিমাণ বেশি হওয়ায় আমরা তিনজনকে প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে উমরাহে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি।

সংগঠনের সাধারণ সম্পাদক নোমান মাহমুদ বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাই বিভিন্ন এলাকার প্রবাসী সংগঠনগুলো আমাদের দেখানো পথে এগিয়ে আসুক; এলাকার মসজিদগুলোর প্রতি যেভাবে প্রবাসী ভুমিকা রাখেন তেমনি ইমামদের প্রতিও প্রবাসীরা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করবেন।


রিলেটেড খবর
bdit.com.bd