দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গের মুরুলেঙ্গ গ্রামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী ফখরুল হাসান হৃদ রো গে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…. রাজিউন।
জানা যায়, রাস্টেনবার্গ শহরের অদুরে এক গ্রামে নিজ দোকানে একা থাকতেন ফখরুল হাসান। নিজ দোকানের পেছনেই রাত্রিযাপন করতেন। গত পরশু রাতে কোন এক সময় নিজ দোকানেই হৃ দ রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
গত দুই দিন দোকান খোলা না দেখে স্থানীয় কমিউনিটি প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় দোকান ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেন।
মরহুম ফখরুল হাসানের দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।