দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের পেট্রাসভিল এলাকায় আজ (১৭ ডিসেম্বর) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিন্টু বিশ্বাস নামে এক বাংলাদেশী ঘটনাস্থলে নি’হত হয়েছেন। এসময় তার সাথে থাকা আবেদ আহমদ আ’হত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরলোকগত মিন্টু বিশ্বাসের দেশের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় এবং আহত আবেদ আহমেদের বাড়ি কুলাউড়া উপজেলায় বলে জানা গেছে।
জানা যায়, আজ দুপুরের দিকে মিন্টু এবং আবেদ একটি প্রাইভেট কারে ডিয়ার টাউনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর কারের সাথে সং ঘ র্ষের ফলে তাদের গাড়ি ছি ট কে রাস্তার বাহিরে পড়ে যায়। ঘটনাস্থলে মিন্টু বিশ্বাস মা রা যান এবং আ হ ত আবেদ আহমদকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকে ঘটনাস্থল এবং হাসপাতালে পৌছান সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার নেতৃবৃন্দ। মিন্টু বিশ্বাসের মৃ ত্যুতে সেখানকার বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।